মুবিনুল হুদা চৌধুরী সোহাইল কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব জীবন বড়ুয়ার এর নেতৃত্বে বৃহস্পতিবার ০৪/০২/২০২১ ইং তারিখ সকাল আনুমানিক ০৭.১৫ ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন লিঙ্ক রোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১) মাওয়াই মারমা (৩৫), পিতা-মৃত মফুলা মারমা, মাতা-মাচুপ্রো মারমা,স্বামী – মংপ্রু মারমা, সাং-বাইশারি, ০৭নং ওয়ার্ড, ইউপি -বাইশারি, থানা- নাইক্ষ্যংছড়ি ও জেলা -বান্দরবান ২)উমি রাখাইন, পিতা -মৃত চমা রাখাইন, মাতা- মাচিংমে রাখাইন, সাং- টেকপাড়া ওয়ার্ড-০৪ কক্সবাজার পৌরসভা ও ৩) অংমাচিং মারমা(২২) পিতা-মৃত উখ্যামং মারমা, মাতা- মেমাচিং মারমা, সাং-প্যারাইজপাড়া, ওয়ার্ড-০৪, ইউপি-কমলপতি, থানা-কাউখালি, জেলা-রাঙ্গামাটি নামীয় তিনজন নারী মাদক পাচারকারীকে মোট ৫৬ লিটার চোলাই মদসহ আটক করা হয় । উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব জীবন বড়ুয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিদর্শক জনাব মোঃ তায়রীফুল ইসলামের এর নেতৃত্বে অপর এক অভিযানে ০৪/০২/২০২১ ইং তারিখ সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকায় রামু উপজেলার চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক হতে ১) বলুয়ারা (৩৮), স্বামী মৃত আবু তাহের, মাতা – খতিজা খাতুন, সাং- শান্তি নগর, ওয়ার্ড-০২,
ইউপি- হারবাং, থানা-চকরিয়া, জেলা- কক্সবাজার নামীয় ব্যক্তির কাছথেকে ১৫ লিটার চোলাই মদ ২) সুফিয়া বেগম, স্বামী – আবদুল মোতালেব, পিতা- মৃত আবু তাহের, মাতা – খতিজা বেগম, সাং- আজিজনগর, ওয়ার্ড-০৩,ইউপি- আজিজ নগর, থানা- লামা, জেলা-বান্দরবান নামীয় ব্যক্তির কাছ থেকে ১৫ লিটার করে মোট ৩০ লিটার চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব তায়রীফুল ইসলাম বাদী হয়ে আটককৃত ব্যক্তিদের আসামি করে রামু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে আরেকটি বিশেষ টিমের একই দিন রামু থানাধীন বাইপাস মোড়স্হ সিটি স্টে হাউস নামীয় অাবাসিক হোটেলের সামনে চট্রগ্রাম টু কক্সবাজার মহাসড়কে সকাল ৯.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ১)মোছা : ছালমা (৩৫) পিতা : সৈয়দ অাহম্মদ, মাতা – লায়লা বেগম, সাং অাজিজনগর হেডম্যানপাড়া ওয়ার্ড -৩ ইউপি-অাজিজনগর থানা- লামা জেলা -কক্সবাজার এবং ২) মোছা: অাছিয়া বেগম (৪০)স্বামী- মৃত অাবুল হোসেন সাং-অাজিজনগর হেড়ম্যান পাড়া ওয়ার্ড নং -৩ ইউপি- অাজিজনগর থানা- লামা, জেলা- কক্সবাজারকে আরো ৩০ লিটার চোলাই মদসহ আটক করে। উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের আসামি করে রামু থানায় অপর একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মাদক বিরোধী এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এবং অভিযান আরো শক্তিশালী করা হবে বলে জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply