ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক মুক্তিযোদ্বার পরিবারের উপর হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আকালিয়া এলাকায়। অভিযোগ সূত্রে জানা যায় আকালিয়া গ্রামের মৃত ফজর আলী শেখের ছেলে বীর মুক্তিযোদ্বা আব্দুল কুদ্দুছের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিলো একই এলাকার সাইফুল, ইলিয়াস, মালেক গংদের।
ঘটনার দিন ৪ ফেব্রুয়ারী বৃহসপতিবার বিকেলে বীর মুক্তিযোদ্বা আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুল হামিদ ও নাতি আরাফাত এবং মেয়ে রুমা আক্তার বাড়ীর দক্ষিন পার্শে ইরি ধান ক্ষেতে পানি দিতে যায়। এমন সময় সাইফুল, ইলিয়াস, মালেক গংরা আব্দুল হামিদ ও আরাফাতের উপর অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক মারধর করে এবং এক পর্যায়ে মেয়ে রুমা আক্তার কে অর্ধবিবস্ত্র করে সম্মান হানি করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্বার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বীর মুক্তিযোদ্বা আব্দুল কুদ্দুছ বলেন সাইফুল, ইলিয়াস, মালেক, এরশাদ, মোখলেছ, কলিমুদ্দিনরা পূর্ব পরিকল্পিত ভাবে আমার বাড়ীতে হামলা চালিয়েছে আমার সন্তান ও নাতিকে বেধরক মারপিট করেছে এবং তালা ভেঙ্গে আমার সেচের মটার নিয়ে গেছে আর টেঙ্কির পানি ছেড়ে দিয়ে গেছে। দুই দিন যাবৎ পানির কষ্টে ভুগছি। আমি এমন জঘন্য ঘটনার বিচার দাবি করছি।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন আমি কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা নেব। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্বা আব্দুল কুদ্দুছ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply