মুবিনুল হুদা চৌধুরী সোহাইল কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানে প্রতিদিন গ্রেফতার হচ্ছে মাদক দ্রব্য ব্যবহার ও ইয়াবা কারবারি।
তারই ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিদর্শক জনাব তায়রীফুল ইসলামের নেতৃত্বে শনিবার ০৬-০২-২০২১ ইং তারিখ বিকেল আনুমানিক ছয় ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী রোডস্থ সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অভিযান পরিচালনা হয়
অভিযানে মোহাঃ আমান উল্লাহ (২১), পিতা- ছৈয়দ হোছন, মাতা-গুলতাজ বেগম, সাং-ডেইল পাড়া, ০৪ নং ওয়ার্ড, ইউপি জালিয়াপালং, থানা-উখিয়া, জেলা -কক্সবাজার নামীয় মাদক বিক্রেতার কাছ থেকে ২০০ (দুইশত) পিস ইযাবা ট্যাবলেট জব্দ করা হয় ।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব তায়রীফুল ইসলাম বাদী হয়ে আটককৃত ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
একই দিন সন্ধ্যা আনুমানিক সাত ঘটিকায় পরিদর্শক জনাব জীবন বড়ুয়ার নেতৃত্বে কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী বীচ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়
উক্ত অভিযানে মোহাম্মদ জামাল উদ্দীন (৩০) পিতা : সৈয়দ আহম্মদ, মাতা -চাম্পা খাতুন সাং- হোয়াইক্যং, আঁধারিছড়া, ওয়ার্ড নং ২, ইউপি হোয়াইক্যং, থানা- টেকনাফ, জেলা কক্সবাজার নামীয় মাদক বিক্রেতাকে ১৫০ (একশত পঞ্চাশ ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব জীবন বড়ুয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার থানায় অপর একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব কামরুজ্জামানের নেতৃত্বে ০৬-০২-২০২১ ইং তারিখ রাত আনুমানিক সাড়ে আট ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলি রোডের হোটেল লংবীচ হোটেল এলাকায় অভিযান চালিয়ে মো: উসলাম গণি( ২০), পিতা -মোঃ আলম, মাতা -নুর নাহার, সাং হোয়াইক্যং, আঁধারিছড়া, ওয়ার্ড নং -২, ইউপি হোয়াইক্যং, থানা টেকনাফ, জেলা কক্সবাজার নামীয় মাদক বিক্রেতার কাছ থেকে ১২০ (একশত বিশ ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব কামরুজ্জামান বাদী হয়ে আটককৃত ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার থানায় অন্য আরোএকটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা শাখা থেকে সাংবাদিকদেরকে জানানো হয় মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে প্রতিদিন ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply