রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে নজরুল ইসলাম মাদবর (৪২) নামের এক পাষণ্ড স্বামী নিজ স্ত্রী আমেনা বেগম (২৫) কে পরকীয়ার জেরে বসত বাড়ির রুমে নিয়ে দরজা, জানালা বন্ধ করে নির্মম ভাবে হাতল বিশিষ্ট কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আসলেন স্বামী নজরুল ইসলাম।
পরবর্তীতে হত্যা কান্ডের রক্তাক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে এগিয়ে আসেন আত্মীয় স্বজনরা। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার আনুমানিক বেলা ১১:০০ টার সময় ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে এই নির্মম হত্যা কান্ডের ঘটনা ঘটে।
ডামুড্যা থানা পুলিশ জানায় খুনি নজরুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের সং গংগেসকাঠি গ্রামের মৃত আব্দুল আজিজ মাদবরের মেয়ে আমেনা বেগম ও তার স্বামী পাশের গ্রামের মৃত হোসেন মাদবরের ছেলে নজরুল ইসলাম মাদবর। আমেনা বেগমের স্বামী নজরুল ইসলাম মাদবর একজন বিদেশ প্রবাসী। তিনি আজ থেকে ছয় মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছেন। এরপর থেকেই শুরু হয় তাদের দাম্পত্য জীবনে কলহ। এবং প্রায়ই তাদের মাঝে ঝগড়া হতো। গতকাল রোজ মঙ্গলবার আমেনা বেগমের স্বামী নজরুল ইসলাম বসতঘরে দরজা-জানালা বন্ধ করে আমেনা বেগম কে এলোপাতাড়ি কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। খবর পেয়ে স্থানীয়রা ডামুড্ডা থানা পুলিশকে খবর দেয়
পরবর্তীতে ডামুড্যা থানা পুলিশ ঘটনাস্থলে এসে নজরুল ইসলামকে আটক করেন। পরবর্তীতে স্থানীয়রা নজরুল ইসলাম কে গন পিটুনি দেওয়ার চেষ্টা করেন, পুলিশ স্থানীয়দের ছত্রভঙ্গ করতেগিয়ে গোসাইরহাট পুলিশ সুপার তানভির হাসান সহ আরও ০২ জন পুলিশ সদস্য আহত হন। এবং হত্যায় ব্যবহৃত কুড়াল টি উদ্ধার হয়েছে। লাশের সুরতহাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ হয়েছে।
স্থানীয়রা সকলেই এই মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িত নজরুল ইসলামের ফাঁসি চান তাদের আর কোন দাবি নেই তাদের একটাই দাবি নজরুল ইসলামের ফাঁসি হোক।
গোসাইরহাট সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তানভির হাসান বলেন, পরকীয়ার জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অনেকদিন ধরে পারিবারিক কলহ চলছিল। পরবর্তীতে পরকীয়ার জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে তিনি ফেসবুক লাইভে এসে ভিডিও ছড়িয়ে দেন এবং তিনি কেন হত্যা করেছেন তার বিবরণ দেন।
এ ঘটনায় মৃত আমেনা বেগমের ভাই সুলতান মাদবর (৩৫) পিতা-মৃত আজিজ মাদবর, মাতা নুরজাহান বেগম, সং গংগেসকাঠি, থানা ডামুড্যা, জেলা শরীয়তপুর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ডামুড্যা থানায় মামলা নং ০৬ তারিখ ১৬-০২-২০২১ ধারা ৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply