মাহমুদুল হাসান,যশোর
যশোরের বেনাপোল পোর্টথানার অন্তর্গত পোড়াবাড়ী এলাকায় র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন সদস্যদের অভিযানে গাঁজা সহ ইকবাল হোসেন (২৩) নামের এক মাদক ব্যাবসায়ী আটক হয়েছে। আটককৃত বেনাপোল পৌর এলাকার নারায়নপুর (দক্ষিন পাড়া) গ্রামের জাহাঙ্গীরের পুত্র ও পেশায় মাদক বিক্রেতা।
শনিবার ২৭ ফেব্রুয়ারী রাতে বেনাপোল-বাহাদুরপুর সড়কের পাশে অবস্থিত বেনাপোল ডিগ্রী কলেজের সামনে হতে ১.৫কেজি গাঁজা সহ যশোর র্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করেন। র্যাব ক্যাম্প সুত্র হতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম সরোয়ার হুসাইন এর নেতৃত্বে র্যাবেরএকটি আভিযানিক দল বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ১.৫কেজি গাঁজা ও ব্যাবহৃত মোবাইল ফোন সহ ইকবাল হোসেন নামের ঐ মাদক ব্যাবসায়ীকে আটক করেন। আটককৃতের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।
উল্লেখ্য ২০২০ সালের ১২ই নভেম্বর (বৃহষ্পতিবার) মোটর সাইকেলের ট্যাঙ্কির মধ্যে অভিনব পন্থায় ৫০ বোতল ফেন্সিডিল বহনের সময় বেনাপোল পোর্টথানাধীন পেঁচের বাওড় এলাকায় পুলিশের হাতে আটক হন ইকবাল। বেনাপোল এলাকার শীর্শ মাদক ব্যাবসায়ীদের সাথে তার সখ্যতা রয়েছে বলে এলাকাবাসী নিশ্চিত করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply