আনোয়ার হোসেনঃযশোর
যশোরের ঝিকরগাছা উপজেলায় বিতর্কিত ফাতেমা ও ফেমাস ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দু’টি পরিদর্শন এসে প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য সিলগালা করেন সিভিল সার্জন শেখ আবু শাহীনের নেতৃত্বে টিমের সদস্যরা।
অভিযানে সিভিল সার্জনের সাথে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাশিদুল আলম, সিএস অফিসের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি, প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান।
এ সকল প্রতিষ্ঠানের দালালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন রোগীরা। সরকার স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেয়ার পর থেকেই যশোরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদারকিতে স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসেছে। স্বাস্থ্য বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানাসহ বন্ধ করে দিচ্ছে অবৈধ এসব প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবার নামে গ্রামের হতদরিদ্র মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে রাশি রাশি টাকা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply