মোঃ শাহিন আলম পটু্য়াখালী জেলা প্রতিনিধি
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কাজী কানিজ সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানাব এ্যাড. মোঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ; জনাব মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জনাব ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি); পুলিশ সুপারের প্রতিনিধি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী; জনাব শাহিদা বেগম, উপপরিচালক (ভারপ্রাপ্ত), উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, পটুয়াখালী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জাতীয় মহিলা সংস্থার পটুয়াখালী জেলা শাখার সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এবং দূরদর্শী কর্মপরিকল্পনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এইসব কর্মসূচির পাশাপাশি নারী-পুরুষের সমতা নিশ্চিতকরণে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন এবং ছোটবেলা থেকে সন্তানদের এ বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply