মনিরুল ইসলাম কুমিল্লাঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা (উত্তর) ইউনিয়নের অন্তর্গত পারুয়ারা মদিনা এগ্রো ফুড প্রডাক্ট রাইস মিলের ম্যানেজার আলমগীর হোসেন কে অর্থ লেনদেনে ও ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোমবার ভোরে কুমিল্লা মহানগরীর ইপিজেড এলাকা থেকে বুড়িচং থানা পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে পারুয়ারা মদিনা এগ্রো ফুড প্রডাক্ট রাইস মিলের মালিক হাজী মো. হারুনুর রশীদের ছেলে মো. তোফাজ্জল হোসেন ওরফে মানিক বাদী হয়ে গত ১১ ফেব্রুয়ারি বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের অভিযোগের ভিত্তিতে জানা যায়- দেবিদ্বার উপজেলার
ফাগুন্ডা গ্রামের অধিবাসী মো. মতিনমিয়ার ছেলে আলমগীর হোসেন গত ১৪ বছর যাবত পারুয়ারা মদিনা এগ্রো ফুডপ্রডাক্ট রাইস মিলে ম্যানেজার হিসেবে কাজ করে আসছে। সে কুমিল্লা জেলার চকবাজার, দেবিদ্বার ,বরুড়া, মুরাদনগর, চৌদ্দগ্রাম সহ বিভিন্ন স্থানে উক্ত এগ্রোর চাল সরবরাহ বাবদ অগ্রিম ও নগদ লেনদেনে কার্যক্রম এ চালিয়ে আসছে। কিন্তু, অতি সম্প্রতি পারুয়ারা মদিনা এগ্রো ফুড প্রডাক্ট রাইস মিলের মালিক লক্ষ্য করেন যে- উল্লেখিত চাল সরবরাহের স্থান থেকে বিভিন্ন মালিকগণ অভিযোগ করছে যে ম্যানেজার আলমগীর হোসেনের কাছে তারা অগ্রিম প্রায় ৩ কোটি টাকা
প্রদান করে ও কথানুযায়ি চাল ও টাকা পাচ্ছেন না। এ অভিযোগের প্রেক্ষিতে পারুয়ারা মদিনা এগ্রো ফুড প্রডাক্ট রাইস মিলের মালিক হাজী মো. হারুনুর রশীদের ছেলে মো. মো.তোফাজ্জল হোসেন মানিক বাদী হয়ে মামলা দায়ের করলে গতকাল ৮ মার্চ সোমবার ভোর সাড়ে ৩ টায় তাকে কুমিল্লা ইপিজেড এলাকা থেকে এসআই ডালিম সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করে। আশা করা সঠিক তদন্ত সাপেক্ষে আসল রহস্য বেরিয়ে আসবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply