মনিরুল ইসলাম কুমিল্লাঃ
শনিবার রাতে কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী কোদালিয়া গাভতলী এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।
বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান শনিবার রাত থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুই মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য গাঁজা নিয়া ভারত সীমান্ত হইতে কোদালিয়া গাবতলী কবরস্থানের দিকে আসতেছে । উক্ত সংবাদের ভিত্তিতে এস আই সুজয় কুমার মজুমদার, সঙ্গীয় এএসআই মোঃ ওয়াহিদ উল্লাহ, এএসআই মোঃ আব্দুল্লাহ, এএসআই মোঃ আরিফ হোসেন, এএসআই মোঃ মেজবাউল আলম সহ সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া গ্রামের গাবতলী কবরস্থানের উত্তর পাশে অভিযান চালায়। পুলিশ তখন ওই স্থান থেকে তিনজনকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ীর একটি বস্তার মধ্যে থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে। আটক ব্যবসায়ীরা হল উপজেলার কোদালিয়া পূর্ব পাড়ার তোফাজ্জল হোসেন এর দুই ছেলে মোঃ রিয়াজ হোসেন (২৩) এবং মোঃ শিপন (২৫) এবং একই উপজেলার খাড়েরা গ্রামের মোঃ ফয়েজ মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (২৫)। পুলিশ বাদী হয়ে ওই রাতে বুড়িচং থানায় মাদক আইনের একটি মামলা দায়ের করে।রবিবার সকালে বুড়িচং থানা পুলিশ আটক মাদক ব্যবসায়ীদেরকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply