আনোয়ার হোসেনঃনিজস্ব সংবাদ দাতা যশোর থেকে।
বেনাপোলে ৪শ ৩৪ গ্রাম ওজনের ৪ পিচ স্বর্ণের বার সহ আঃ জলিল নামে এক স্বর্ণ চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃত স্বর্ণ চোরাকারবারী জলিল (৩৫) সে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (১৪ মার্চ)সকালে বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলাম এর নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রাম এর এবি ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। এসময় মোটরসাইকেল যোগে আসা একজন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তি মোটরসাইকেল না থামিয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশিকালে ভারতে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় প্যান্টের ভিতরে কোমরের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ৪শ ৩৪ গ্রাম ওজনের ৪ পিচ স্বর্ণের বার সহ জলিল নামে এক স্বর্ণ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মোটর সাইকেল ও স্বর্ণের আনুমানিক মূল্য ৩১লাখ ৪০হাজার টাকা।
তিনি জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে মোটরসাইকেল এবং স্বর্ণের বার সহ বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply