এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে ও বর্নাঢ্য আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, মহাকালের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন করেছে বাসাইল উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিব সংগঠন গুলো।
১৭ মার্চ বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালন করেন।
দিবসটি উদযাপন উপলক্ষ্য উপজেলা চত্বর আলোক সজ্জায় সজ্জিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনারের (ভূমি) নেতৃত্বে বের করা হয় বর্নাঢ্য র্যালি। র্যালিটি পৌর শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।এর আগে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রোমে আলোচনা সভা, শিশু-কিশুরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে বাসাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজের নেতৃত্বে বাসাইল বাসস্ট্যাড চত্বরে আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বর্নাঢ্য আনন্দ র্যালী, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং গণভোজ। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি একে আজাদ খানশূরের সভাপতিত্বে এ আয়োজনের অংশ গ্রহণ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সাত্তার জমাদার, রতন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক আবু হানিফ, আওয়ামীলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের নেতৃত্বে দলের একাংশ দিবসটি উদযাপনের অংশ হিসাবে অন্যান্য কর্মসুচীর পাশাপাশি বর্নাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় টাঙ্গাইল জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শফিউল আরেফিন ভানশূর সহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়াও উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচী পালন করে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply