আনোয়ার হোসেনঃ যশোর থেকে।
গত বুধবার থেকে যশোরসহ সারা দেশে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। সারা দেশের ৪০০ ট্রাকে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল এবং পেঁয়াজ বিক্রি করছে সংস্থাটি। তবে যশোরে আপাতত পেঁয়াজ না পাওয়া গেলেও তেল, চিনি ও ডাল পাওয়া যাচ্ছে। ট্রাকে করে শহরের বিভিন্ন প্রান্তে এসব পণ্য বিক্রি করছেন টিসিবির ডিলার। তেল ৯০/ চিনি ৫০/ ও মশুর ডাল ৫৫ টাকা।
যশোরের ডিলার নিয়ামত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী নিয়ামত উল্লাহ জানিয়েছেন, রমজান মাস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ থেকে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ প্রতি জেলায় ডিলারদের মাধ্যমে এই পণ্য বিক্রি করছে। অন্তত ১৩ জন ডিলার যশোরের বিভিন্ন এলাকায় তাদের পণ্য বিক্রি শুরু হবে।
টিসিবি সূত্র মতে, ট্রাক থেকে একজন ক্রেতা দিনে ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ৯০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল এবং ১৫ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনতে পারবে।
পরবর্তীতে দ্বিতীয় ধাপে ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত পর্যন্ত ১০০ ট্রাক বাড়িয়ে মোট ৫০০ ট্রাকে সারাদেশে রমজানের পণ্য শুরু বিক্রি হবে। বুধবার থেকে শুরু হয়েছে টিসিবির প্রাক রমজান পণ্য বিক্রির কার্যক্রম। সারা দেশের ৪০০ ট্রাকে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল এবং পেঁয়াজ বিক্রি করবে সংস্থাটি।
এদিকে, গতকাল থেকে তেল বিক্রির পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। গতকাল থেকে দৈনিক ৪ লাখ লিটার তেল বিক্রি করবে টিসিবি। এর আগে গত বুধবার থেকে প্রতিদিনি ২ লাখ লিটার করে তেল বিক্রি করা হবে। এ বিষয়ে বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও রমজানকে সামনে রেখে আমরা এই বিক্রয় কার্যক্রম শুরু করেছি। তবে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কার্যক্রম আরও জোরদার করা হবে। এখন থেকে দৈনিক ৪ লাখ লিটার ভোজ্যতেল বিক্রি করা হবে।’ তিনি জানান, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এখন থেকে পুরো রমজান মাসজুড়ে টিসিবির বিপণন কার্যক্রম অব্যাহত থাকবে। টিসিবি সূত্র জানায়, গতকাল থেকে প্রতি ট্রাকে এক হাজার লিটার তেল বরাদ্দ দেয়া হবে। অন্যান্য পণ্য চিনি, মসুর ডাল ও পেঁয়াজের সরবরাহও দ্বিগুণ করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply