রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ
স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ১৫ শতাংশ জমি উদ্ধার করল মসজিদের মুসল্লিরা গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর বকসম পট্টি জামে মসজিদের নামে ১৫ শতাংশ জায়গার উপরে মাদ্রাসার নাম করে অবৈধভাবে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করেন
পরে স্থানীয় এলাকাবাসী ও মসজিদের মুসল্লিদের মসজিদ কমিটির পক্ষ থেকে বারবার মিটিং করে সেটি সরানোর কোনো পদক্ষেপ না নেওয়ায় পরে তারা সংশ্লিষ্ট গোসাইরহাট উপজেলা ভূমি অফিস বরাবর লিখিত দরখাস্ত করেন
উপজেলা সহকারী ভূমি অফিসে বরাবর মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৬জন কমিটি বিশিষ্ট করে একটি রেজুলেশন করে দরখাস্ত জমা দেওয়া হয়।
যেখানে উল্লেখিত সামন্তসার ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের অন্তর্গত বকসম পট্রি জামে মসজিদ উক্ত মসজিদের ৪ নং ওয়ার্ডের সকল মুসল্লিগন ৫ ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজ আদায় করেন ।
জামে মসজিদের নামে জে এল নম্বর ২৫ খতিয়ান নম্বর ০৪ ,৩১৭ নম্বর দাগের ১৫ শতাংশ ভূমি বি আর এসএ রেকর্ড ভুক্ত হয়। উক্ত মুসল্লিদের উত্তর পাশের মাঠে যেখানে বাৎসরিক ওয়াজ মাহফিল ও জানাজার নামাজ ঈদের জামাত আদায় করা হয়, উক্ত ভূমিতে মাদ্রাসার নামে শওকত আলি মৃধা পিতা কালাই মৃধা সাং সামন্তসার জোরপূর্বক স্থাপনা নির্মাণ করিতেছে উক্ত বিষয়ে মসজিদের মুসল্লির বাঁধা প্রদান করিলে জবর দখলকারী কোনো কর্ণপাত করে না বিধায় সম্পত্তি জামে মসজিদ এর নামে ১৫ শতাংশ ভুমি প্রাপ্ত মুক্তভূমির সীমানা নির্ধারণ ও মসজিদ মাদ্রাসার নামে নির্মাণাধীন স্থাপনা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মহোদয়ের নিকট আকুল আবেদন।
সে দরখাস্তের প্রেক্ষিতে স্থানীয়ভাবে মীমাংসার জন্য বারবার মসজিদ কমিটি থেকে মিটিং ডাকা হলেও কোন কোন সুরাহা হয়নি বলে জানিয়েছেন মুসল্লিগণ ।
মসজিদ কমিটি দরখাস্তের প্রেক্ষিতে সহকারী কমিশনার ভূমি গোসাইরহাট উপজেলা আব্দুল্লাহ আল মামুন সরোজমিনে পরিদর্শনের এসে স্থানীয় লোকজন ও মসজিদের মুসল্লী ও মসজিদ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং সদস্যগণ সহ সবাই দাবি করেছেন এটা মসজিদের নামে জায়গা এখানে জানাজা নামাজ সহ ঈদের জামাত ও ওয়াজ মাহফিলের জন্য নির্ধারিত করা হয়েছে। এই স্থাপনা না সরালে আমাদের মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত ওয়াজ মাহফিল জানাজা নামাজ পড়ার কোন জায়গা থাকবে না। মসজিদের স্বার্থে এলাকাবাসীর মুসল্লিদের স্বার্থে অতি দ্রুত স্থাপনা সরানোর জন্য নিবার্হী অফিসারের নিকট আহ্বান করেন।
উক্ত দরখাস্তের প্রেক্ষিতে এলাকাবাসী ও মসজিদ মুসল্লিদের এবং মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের আহবানে সকলের উপস্থিতিতে এই স্থাপনা সরানোর জন্য তিনি এ নির্দেশ দেন যাতে এই স্থাপনা সরিয়ে মসজিদের জায়গা খালি করে দেওয়া হয় সে জন্য তিনি মসজিদের স্বার্থে অতি দ্রুত এটি সরানোর জন্য সকলকে সহযোগিতা করার জন্য আহবান করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply