জেলা প্রতিনিধি এম সোহাইল চৌধুরী
স্লিম স্টাইলে অভিনব কায়দায় গরু চুরি করে মাইক্রোবাসে করে নেয়ার সময় ইয়াংছায় জনতার প্রতিরোধে,সেনা-পুলিশের হস্তক্ষেপ গন পিটুনি থেকে রক্ষা পায় ৪ গরু চোর। চার গরু চোর এখন সেনা-পুলিশের হেফাজতে।আজ ২৯ মার্চ বিকেল ৫ টায় লামা উপজেলার ইয়াংছায় একটি নাম্বার বিহীন মাইক্রোবাস যার মালিক চোঁয়ারফাঁড়ির আটক করেন জনতা।
বেপরোয়াভাবে গাড়িটি ইয়াংছা বাজার ক্রস করে চেক পোষ্টে সেনা-পুলিশ কর্তৃক বাধা প্রাপ্ত হয়। গাড়ির ভেতর লাল কম্বল জড়ানো একটি ধামড়া গরু যার আনুমানিক মুল্য ৬০ হাজার টাকা হবে। চালকের নাম সেনাম,তার ভাষ্যমত মাইক্রোবাসের মালিক জনৈক নাসির। অন্য তিন জনের নাম শীর্ষ চোর যার বিরোদ্ধে চুরি,ডাকাতি সহ ১৫টির উপর মামলা তৌহিদ্যা (২৮), নুরু (২২), সাইদুল (২২) এরা সবাই চকরিয়া উপজেলার বাসিন্দা। গরুর মালিক বধুঝিরির বাসিন্দা নুর মোহাম্মদ, পিতা মৃত হামিদ আলম,সে একটি বাগানে কাজে ছিল। বধুঝিরি রাস্তার পাশ থেকে গরুটি চুরি হয়।
এই সিন্ডিকেট বৃহত্তর ঈদগাঁও থেকে শত শত গরু চুরি করে নিয়ে যাচ্ছে৷ প্রায় সময় তাদের কে রিমান্ডে নিয়ে মূলহুতাদের বের করার এখনই সময় মাননীয় জেলা পুলিশ সুপার মহোদয় দৃষ্টি আকর্ষণ করতেছি৷ এ চক্রটি খুবই ভয়ঙ্কর,তারা প্রতিদিন এভাবে প্রতিদিন কোন না কোন জায়াগা থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply