টাঙ্গাইল প্রতিনিধিঃ (দুসস নিউজ)
টাঙ্গাইল জেলা কালচারাল কর্মকর্তা খন্দকার রেদওয়ানা ইসলামকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ মার্চ) বিকেলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের একটি ভিআইপি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপংকর ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ সুপার জানান, কালচারাল কর্মকর্তা রেদওয়ানা প্রসব ব্যথা নিয়ে গত ২২ মার্চ মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তিনি একটি কন্যা সন্তান জন্ম দেন। এরপর থেকে কন্যা সন্তানটি আইসিইউতে (নিবিড় পরিচর্যা ইউনিটে) রাখা হয়। গত চারদিন আগে রেদওয়ানা ইসলামকে চিকিৎসকরা ছুটি দিয়ে দেন। কিন্তু জন্ম নেওয়া মেয়ে হাসপাতালে থাকার কারণে রেদওয়ানা হাসপাতালেই একটি কক্ষ নিয়ে থাকেন।
দীপংকর ঘোষ আরও জানান, আজ সকালে তার স্বামী মিজান হাসপাতালে রেদওয়ানার সঙ্গে দেখা করতে যান। বিকেলে হাসপাতালের নার্স অনুরাধা রেদওয়ানার কক্ষ বাইরে থেকে লক তালাবদ্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ কক্ষের ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে ভেতরে রেদওয়ানার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। নিহতের ভাই এলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply