নিজস্ব প্রতিনিধিঃআনোয়ার হোসেন।
যশোরের শার্শা উপজেলার খলসি সীমান্ত থেকে কোটি টাকা মুল্যের ১৫টি স্বর্ণের বারসহ রানা আহম্মেদ (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার অগ্রভুলোট থেকে ২১ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক স্বর্ণপাচারকারী রানা আহম্মেদ যশোরের শার্শা উপজেলার খলসি গ্রামের আব্দুল গফফারের ছেলে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মঞ্জুর-ই এলাহী জানান, বিজিবিরর কাছে গোঁপন খবর আসে সীমান্তে পথে পাচার জন্য ভারতে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে বিজিবি সীমান্তে নজরদারী বাড়িয়ে দেন। একপর্যায়ে পাচারকারী একটি ইজিবাইকে চালিয়ে সীমান্তের পথের দিকে প্রবেশের চেষ্টা কালে তাকে ধাওয়া করে ধরা হয়। এসময তার শরীর তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ১৫টি র্স্বণবার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৯৩ লক্ষ ৯৪ হাজার ৯৪৪ টাকা। আসামীকে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply