নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ার সাব-রেজিস্ট্রার নাহিদুজ্জামান ও কর্মচারী দুর্জয় কান্তি পালকে ঘুষের সাড়ে ছয় লাখ টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানকালে শ্যামল বড়ুয়া নামে এক অফিস সহকারী পালিয়ে যায়।
দুদকের চট্টগ্রাম অফিসের পরিচালক মাহমুদ হাসানের নেতৃত্বে একটি অভিযানিক দল বৃহস্পতিবার (১এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করে। দুদকের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেন।
দুদক কর্মকর্তারা অভিযানের সময় অভিযোগকারী সেবা গ্রহীতাকে সঙ্গে নিয়ে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যান। এ সময় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের গ্রেফতার হওয়াদের কাছ থেকে দুদক টিম ৬ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করে। কিন্তু তারা দুদক টিমকে উদ্ধার হওয়া টাকার কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
অভিযানে অফিস সহকারী শ্যামল বড়ুয়া ও কর্মচারী দুর্জয় কান্তি পালের ব্যবহৃত টেবিলের ড্রয়ার থেকে ঘুষ বা কমিশনের ২ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা ও ১ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। অপরদিকে নাহিদুজ্জামানের ব্যবহৃত রেকর্ড রুমের স্টিলের লকার থেকে উদ্ধার করা হয় ঘুষের ১ লাখ ৯২ হাজার ৫৫০ টাকা।
তাছাড়া অভিযানে ঘুষ লেনদেনের সময় হাতে লেখা ৪১টি স্লিপ জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply