মনিরুল ইসলাম কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় লকডাউনেও দোকান-পাট খোলা রাখার দাবিতে আন্দোলন করেছে ব্যবসায়িরা। কুমিল্লা নগরীর কান্দির পাড়ে অবস্থান ও বিক্ষোভ পালন করে বিভিন্ন শপিংমল ও ব্যবসায়ি সমিতির নেতৃত্ব ও সদস্যরা। এসময় নগরীর কান্দিরপার মোড় থেকে শুরু করে খন্দকার টাওয়ার পর্যন্ত রাস্তায় ব্যবসায়িরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে রাখে। ব্যবসায়িরা জানায়, লকডাউনে স্বাস্থ্যবিধি মেনেই তারা দোকানপাট খোলা রাখতে চায়। এর আগেও লকডাউন পালন করে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িরিা যে সংকটে পড়ে তা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই এবার আর লকডাউন মেনে ব্যবসা বন্ধ রাখা সম্ভব হচ্ছে না। সরকার এ বিষয়ে যথাযোগ্য ব্যবস্থা নেবেন বলেও তারা দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন, খন্দকার হক টাওয়ারের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, টাউন হল সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ কাজলসহ বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মচারি সমিতি।
কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন সমাপনী বক্তব্যে বলেন, এর আগেও আড়াই মাস কুমিল্লার ব্যবসায়িরা লকডাউন পালন করেছে। সে ক্ষতি এখনো পুষিয়ে ওঠা সম্ভব হয়নি। এখন লকডাউনে সরকার কলকারখানা খোলা রেখেছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে-এটা হতে পারে না। এবিষয়ে ব্যবসায়িদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার দাবি জানাচ্ছি। কুমিল্লার ব্যবসায়িরা চায় স্বাস্থ্যবিধি মেনেই দোকানপাট খোলা রাখতে। ব্যবসায়িদের প্রতিষ্ঠান খুলতে না দিলে আমাদের মাঠে বসে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না।
বিক্ষোভ শেষে বিভিন্ন শপিং মলেরও ব্যবসায়ি নেতা-কর্মীরা নগরীর কান্দিরপাড়ে বিক্ষোভ মিছিল করেন। এসময় পূবালী চত্বরে জড়ো হয়েও তারা বিক্ষোভ করে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply