রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে জাহাজ থেকে বালু লোড আনলোডের রম রমা ব্যাবসা করছে এক কুচক্রী মহল। অপরদিকে জাহাজ থেকে থেকে ড্রেজার দিয়ে বালু লোড আনলোড করায় নদীর কুলের কয়েকটি পরিবার ইতিমধ্যেই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে অন্য দিকে আরো ২০-৩০ পরিবারের গাছপালা সহ বসত বাড়ি নদীর গর্ভে বিলিন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয় আলাউদ্দিন মাঝি (৪৫), মোঃ কবির পোরামানিক (৩৫), মোঃ খোরসেদ আলম মৌসুমি আকতার (৩০), নুরুল আমিন সহ অত্র এলাকার আশপাশের লোকজন অভিযোগ করে বলেন, এই এলাকার বালুর ব্যবসায়ী মোঃ ইব্রাহিম বেপারী তার প্রতি দিন ১০ থেকে ১২ টি বড় বালুর জাহাজ প্রতি ঘন্টায় তাদের বাড়ির কাছে এই বালুর জাহাজগুলি লোড আনলোড করার কারনে তাদের বাড়ির প্রায় ৪০শতাংশ জমী ও গাছপালা সহ বিদ্যুৎ খুটি। এবং বসতভিটা ভেঙ্গে গেছে বলে ঝুঁকির মধ্যে রয়েছে স্থানীয়রা এমন টাই অভিযোগ করেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা আরো বলেন, তারা বিষয়টি স্থানীয় জন প্রতিনিধি রাজনীতিবিদদের কাছে সুষ্ঠভাবে এই নদী ভাঙা রোধে এই অবৈধ ড্রেজার বন্ধ করে এখান থেকে সরিয়ে নেয়ার জন্য কয়েকবার নালিশ দেওয়ার পরও তেমন কোনো প্রতিকার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা আরো বলেন, জন প্রতিনিধিদেরকে জানানোর কয়েকদিন পরে তারা প্রসাশন বরাবর একটি লিখিত অভিযোগ করেন। জেলা প্রসাশক ও পুলিশ সুপার সহ সহকারী পুলিশ সুপার কর্তৃক স্থানীয় উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভুমি অফিস অনুলিপি করেন বলে জানিয়েছেন।
কিন্তু তাতেও থেমে নেই এই নদী ভাঙার কারন অবৈধ ড্রেজারের মালিক মোঃ ইব্রাহিম বেপারী বালু উত্তোলন করার রম রমা ব্যাবসা। স্থানীয়রা আরো বলেন, ইতিমধ্যেই আমাদের ফসলি জমি গাছাপালা সহ প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ জমি পুরো পুরি নদী গর্ভে বিলিন হয়ে এখন আমাদের বসত বাড়ি ভেঙ্গে যাওয়ার আগে আমাদের এই নদী থেকে রক্ষা না করলে আমাদের মাথা গুজার ঠাই থাকবে না বলে জানান ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা আরো বলেন এই বিষয় আমরা সমাধানের জন্য বললে উল্টো ইব্রাহিম বেপারী ও তার লোকজন মিলে আমাদের মেরে ফেলবেন বলে হুশিয়ারি করে দেন ও স্থানীয় রাজনীতিবিদ ও প্রসাশন দিয়ে তাদের ভয়ভীতি ও চাদাবাজির মামলার হুমকি দেন বলে জানিয়েছেন নদী ভাঙন কবলিত সাধারণ মানুষ।
গনমাধ্যম কর্মীরা ঐ ড্রেজারের মালিক ইব্রাহিম বেপারীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন আমার বালুর জাহাজ নদী দিয়ে আসলে তাদের বাড়ি পাড়ে থাকায় ঢেওয়ে ভেঙে যেতেই পারে আমি অনেক দিন যাবৎ বালুর জাহাজ ড্রেজার দিয়ে বালু বিক্রি করি। এখন তারা বলে বাড়ি ঘর আমার জাহাজ আশা যাওয়ার কারণে ভাঙে যায় বলে আমার বিরুদ্বে অভিযোগ করে। এরপরে তিনি রাগান্বিত হয়ে বলেন আমার ড্রেজার জাহাজ এখানেই থাকবে ফের যদি আমার সাথে এই বিষয় কোনো কথা বলে বা বিরক্ত করে আমি ওদের বিরুদ্বে চাদাবাজির মামলা করে জেল খাটাবো, এমনটাই বলে হুমকি দিয়েছেন বালু ব্যাবসায়ী ইব্রাহিম বেপারী।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply