মোঃ শাহিন আলম পটুুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস টু ভক্ত বাড়ি রাস্তার বেহাল অবস্থা। সভ্যতা কিংবা আধুনিকতা এখানে বেমানান। কারন, রাস্তার ভাঙ্গা ও ধুলাবালু আর গাড়ির ঝাকুনিতে কিংবা গর্তে পড়লে গাড়ির ধাক্কাতে তারা খুব বদমেজাজী হয়ে পড়েন।
অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে যিনি সুস্থ থাকেন তিনিও অসুস্থ হয়ে পরেন। দুমকি উপজেলার আওতাধীন বোর্ড অফিস টু ভক্ত বাড়ি সড়কটি দিয়ে যাতায়াত করেন হাজারো মানুষ ও বাজারজাত করা হয় কৃষি পন্যসামগ্রী। রাস্তাটির বেহাল অবস্থার কারনে মানুষ এখন চরম বিপাকে। এই অঞ্চলের অর্থনীতির চাকা ক্রমশই দূর্বলের পথে শুধু মাত্র এই সড়কটির কারনে। এছাড়া ইস্কুলে লেখাপড়া করতে আসে শত শত শিক্ষার্থী। কিন্ত রাস্তার অচল অবস্থার কারনে মহামারী করোনা অতিক্রম করলে শিক্ষার্থীদেরও পতিত হতে হবে নানা দূর্ভোগে।
ঘটনাসূত্রে স্থানীয়রা জানান, রাস্তার এমন অচল অবস্থার কারনে এক গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য দুমকি উপজেলা হাসপাতালে উদ্দেশ্যে রওয়ানা দিলে তীব্র ঝাকুনিতে রাস্তায় ই সন্তান প্রসব করেন মহিলা। উক্ত রাস্তার বিভিন্ন স্থানে ভাঙ্গার কারনে অনেক ক্ষতি হয় চলাচল।
স্থানীয়রা জানান, প্রতিশ্রুতি মিলেছে অনেক, তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন করে দ্রুত সংস্কার করা হোক বোর্ড অফিস টু ভক্ত বাড়ি সড়ক। আবারও পুরনো চলাচলের সুবিধা ফিরে পাক ব্যস্ততম সড়কটি। রাস্তাটি সংস্কারের দাবি জানান, স্থানীয় জনগণ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply