মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে কঠোর লকডাউনের মধ্যে পুলিশের ওপেন হাউজ ডে’র ব্যানারে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলার চরগরবদি ফকির বাড়ী সংলগ্ন এলাকায় দুুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মো: হারুন অর রশীদ হাওলাদার প্রধান অতিথি ছিলেন। সভায় ইউএনও শেখ আবদুল্লাহ সাদীদ, আ’লীগের বিদ্রোহী ইউপি চেয়ারম্যান প্রার্থী মো: শাহআলম হাওলাদার (অটো রিস্কা), সাংবাদিক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট হারুন অর রশীদ হাওলাদার কভোডি ১৯ এর প্রচারণার সাথে মুরাদিয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: শাহআলম হাওলাদারের নাম উল্লেখ করে ভ‚য়সী প্রশংসা করেন এবং উপস্থিত সবাইকে তার প্রতি খেয়াল রাখার অনুরোধ রাখেন।
কঠোর লকডাউনের মধ্যে পুলিশের ওপেন হাউজ ডে’র সভা-সমাবেশে এমন আলোচনায় উপস্থিত অনেকেই এটাকে নির্বাচনী সভা বলেছেন। যেখানে করোনা সংক্রমন ঠেকাতে প্রশাসনের নির্দেশে মানুষ ঘরবন্ধি থাকছে, সেখানে এমন সভার আযোজন কেউ ভাল দেখছেন না।
মুরাদিয়া ইউনিয়নের বেশ কয়েকজন নৌকা মার্কার সমর্থক ও কর্মী অভিযোগ করে জানান, আসলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত লোক (আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো: শাহআলম হাওলাদার (অটো রিস্কা)’র পক্ষে সরাসরি ভোট চাইতে না পারায় কৌশলে প্রশাসনের ব্যানারে সভা ডেকে তার ষোল কলা পূর্ণ করেছেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, সাম্প্রতিক কয়েকটি চুরির ঘটনা এবং মানুষকে সচেতন করতেই ওপেন হাউজ ডে’র সভা করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply