কক্সবাজার জেলা প্রতিনিধি এম. সোহাইল চৌধুরী
শনিবার ০১/০৫/২১ তারিখে রাত ২ঃ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মুনীর-উল-গীয়াস মহোদয়ের দিক নির্দেশনায় এসআই মোঃ দস্তগির হোসেন এর নেতৃত্বে সদর মডেল থানার একটি টিম কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকা হইতে একটি সিএনজি, দেশি ও বিদেশী ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছেন সক্রিয় ডাকাত দলের ০৬ সদস্য।
সংবাদ প্রাপ্তির পর এসআই মোঃ দস্তগির হোসেন সঙ্গীয় ফোর্স সহ রাত ০২ঃ৩০ ঘটিকায় ঘটনাস্থল কবিতা চত্বর এলাকায় পৌঁছামাত্রই সিএনজি ও সিএনজির বাহিরে থাকা ১০/১২ জন ডাকাত দিকবেদিক দৌড়ে পালানোর পাক্কালে সদর মডেল থানার অফিসার-ফোর্সগণ উল্লেখিত আসামীদের গ্রেফতার করে সাক্ষীদের মোকাবিলায় জব্দতালিকা প্রস্তুত করিয়া সম্ভাব্য স্হানে পলাতক আসামীদের গ্রেফতার অভিযান শেষে থানায় হাজির হইয়া ধৃত ও পলাতক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দাখিল করেন।সদর মডেল থানায় ধৃত ও পলাতক অজ্ঞাগনামা আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
গ্রেফতারকৃতরা হলো ১)মনিরুল আলম(২২), পিতা-ফকির আহমদ, সাং-মহেশখালী চ্যানেল, পাহাড়তলী, থানা-মহেশখালী, জেলা কক্সবাজার, ২)মোঃ তোহেল, পিতা-নুরুল আলম, নতুন জেল গেইট, থানা+জেলা কক্সবাজার, ৩)রুপন ধর প্রঃভোলা পিতা-অভিরাম ধর, সাং-ইদগাহ বাজার, থানা-ইদগাহ, জেলা-কক্সবাজার, (৪)মোঃ রাসেল(২১), পিতা-নুরুল কবির, সাং-মহেশখালী, মুছের ডেইল, থানা- মহেশখালী জেলা- কক্সবাজার, (৫) ইলিয়াছ (২০), পিতা-মৃত আব্দুল কাদের, সাং-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার, ৬) মোঃসোহেল(২০),
পিতা-নুুরুল আলম, সাং-ঝিলংজা, থানা+জেলা- কক্সবাজার।
অফিসার ইনচার্জ জনাব শেখ মুনীর-উল-গীয়াস মহোদয় মাদক, ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্হান নিয়ে প্রতিদিন মাদক কারবারী, অস্ত্রধারী ও ছিনতাই কারীদের গ্রেফতারের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলিয়া জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply