মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের রাজা গাফ্ফার উল্লাহর ছেলে রাজা লতিফ উল্লাহ, রাজা খলিল উল্লাহ ও রাজা আক্কাস উল্লাহর তিনটি টিনসেট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গত শুক্রবার ৩০ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২:৪০ মিনিটের সময় আগুন লাগলে বসতঘরগুলো সম্পূর্ন পুড়ে যায়। ঘরের মালিক রাজা খলিল উল্লাহর ডাক চিৎকারে স্থানীয়ও আশেপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছার আগেই বসতঘরগুলো পুড়ে বস্মিভূত হয়ে যায়।
পরিবারটির দাবী নগদ এক লক্ষ পঁঞ্চাশ হাজার টাকা, চার ভরি স্বর্নালংকার, ছাগল ও আসবাবপত্র তিনটি বসতঘরসহ আনুমানিক তের লক্ষ পঁচাশি হাজার টাকার ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ ঘটনাস্থলে গিয়ে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে প্রতিপরিবারকে পাঁচ হাজার টাকা করে নগদ অনুদান এবং ঢেউটিন দেওয়ার আশ্বাসদেন। এছাড়া দুমকি উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, আংগারিয়া ইউপি চেয়ারম্যান সুলতান আহম্মেদ হাওলদারসহ দুমকি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা দেন।
রাজা খলিল উল্লাহ জানান আমাদের জমাজমির বিরোধের জেরধরে আমাদেরকে পুড়িয়ে মারার জন্য আগুন লাগিয়েছে এ ব্যাপারে দুমকি থানায় মামলার প্রস্তুতি চলছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply