নিজস্ব প্রতিনিধিঃ যশোর থেকে।
যশোরের শার্শা উপজেলায় প্রাণিসম্পদ দপ্তরে মেয়াদোত্তীর্ন ঔষুধ দিয়ে চলছে পশুপালন চিকিৎসা বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার নাভারন প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে সরেজমিনে মেয়াদোত্তীর্ন সরকারি ইনজেকশন ও পাউডার দেখা গেছে যা অসুস্থ গরু, ছাগল, হাঁস, মুরগীর রোগ নিরাময়ের জন্য ব্যবহার হচ্ছে। ফলে এলাকাবাসি পশুপালন সফলতা হারাতে বসেছে।
প্রতিনিয়ত গরু, ছাগল, হাঁস, মুরগী সুচিকিৎসার অভাবে মারা যাচ্ছে। প্রতিমাসে লাখ লাখ টাকা গচ্ছা যাচ্ছে খামারির বা চাষিদের। উপজেলা নাভারন প্রাণিসম্পদ দপ্তরের আলমারিতে রক্ষিত অসুস্থ গরু, ছাগলের শরীরে পুশ করার জন্য চৎড়ীধপরহ ইনজেকশনের কাঁচের বোতলের গায়ে মেয়াদ উল্লেখ আছে যাহা ২১ মার্চ, ২০২১।
অথচ গত ২৮ এপ্রিল, ২০২১ তারিখে দেখা গেল ওয় চৎড়ীধপরহ ইনজেকশন অসুস্থ গরু, ছাগলের শরীরে পুশ করা হয়েছে। প্রাণিসম্পদ দপ্তরের আলমারিতে আরও কেমোনিড (ওরাল পাউডার) প্লাষ্টিক প্যাকেট রক্ষিত আছে যাহা অসুস্থ গরু, ছাগলের সুস্থতার জন্য ব্যবহার করা হয়। একই ভাবে ঔষধের গায়ে ব্যবহারের মেয়াদ উল্লেখ আছে গত ২১ ফেব্রুয়ারী ২০২১
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুমা আক্তার বলেন, কিভাবে আমার দপ্তরে মেয়াদোত্তীর্ন ঔষুধ এলো আমি বুঝতে পারছিনা। আমার মনে হয় বাইরের কেউ শত্রুতা করে এখানে মেয়াদোত্তীর্ন ঔষুধ রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে দায় এড়ান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply