নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন যশোর থেকে।
আজ বৃহস্পতিবার(৬মে) দুপুর ১টার পর কাগজপত্র বিল অফ এন্টি নং-৩১৫৪২ তাং ৬/৫/২১ কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশ করার জন্য একটি পিকআপ যার নং-ঢাকা মেট্রো শ ১১-৩০৭৫ গাড়িটি অপেক্ষায় আছে। যার মূল্য ১০,০০০ হাজার ডলার ৩৩৪টি কাটুনে করে ১০,০০০হাজার পিছ রিভামাইজার আইভি ইঞ্জেকশন ভারতে ঢোকার অপেক্ষায় আছে।
বেনাপোল স্থল বন্দর দিয়ে মুজিব বর্ষে বাংলাদেশ সরকারের দেয়া রিভামাইজার আইভি ইনজেক্সন কোভিড-১৯ টিকার প্রথম চালান একটি পিকআপে করে ভারতে ঢোকার অপেক্ষায় রয়েছে।
বেনাপোল কাস্টমস থেকে গাড়িটি ছাড় করে, রবি ইন্টারন্যাশনাল সিএন্ডএফ এজেন্ট, যার আমদানি কারক ইন্ডিয়া রেড ক্রস সোসাইটি নিউ দিল্লী এবং রপ্তানিকারক মিনিষ্টার অফ ফরজিন এ্যাকোয়া সেগুন বাগিচা ঢাকা।
এ বিষয়ে সিএন্ডএফ এজেন্ট এর বডারম্যান জানান, একটি পিকাআপে করে টিকা বেনাপোল বন্দরে এসেছে। এটির আনুষ্টানিক শেষ হয়েছে। ভারতে প্রবেশের অপেক্ষায় আছে। নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের আগে ও পরে পর্যায়ক্রমে উপহার হিসেবে প্রথম অ্যাম্বুলেন্স দিয়েছিলো। এবার বাংলাদেশ থেকে গেল করোনা সামগ্রী ইনজেক্সন।
বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, বাংলাদেশ সরকারের উপহার হিসেবে দেওয়া কোভিট-১৯ টিকা গুলো বেনাপোল পৌঁছালে দ্রুত ছাড় করানোর কার্যক্রম কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। কাস্টমসের কার্যক্রম শেষে দ্রুত ভারতে প্রবেশ করবে জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply