প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ১৪ দিন পর ১৫ দিনে নেয়া নমুনা পরীক্ষার ফলাফল আসার পর বাড়ি ফিরতে পারবে তারা।
গত শনিবার (১৫ মে) এ সংক্রান্ত নির্দেশনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে টাঙিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর গত শুক্রবার রাতে জরুরি বৈঠক করা হয়। বৈঠকের সিদ্ধান্ত মতে গত কাল শনিবার নতুন নির্দেশনা কোয়ারেন্টাইন সেন্টারে টাঙিয়ে দেয়া হয়েছে। এর ফলে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন এমনকি গালিগালাজও করছেন তারা। এ কারণে তাদের অনেকে পূর্বের সিদ্ধান্তের আলোকে বাড়ি ফেরার টিকিটও কিনেছেন। আমরা তাদের শান্তো করার চেষ্টা করছি। তাদের ধৈর্য্য ধরতে অনুরোধ করছি। এবং সরকারি নির্দেশনা মানতে হবে।
এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে কোয়ারেন্টাইনে থাকা পাসপোর্ট যাত্রীদের মধ্যে। অবশ্য প্রশাসন বলছে, তারা সরকারি নির্দেশনা মানার জন্য সকলকে বোঝানোর চেষ্টা করছে।
ভারতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া সরকার গত ২৬ এপ্রিল থেকে ভারতের সাথে দেশের সব সীমান্ত বন্ধ করে দেয়। তবে ওইদিন থেকে দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফেরার সুযোগও দেয়া হয়। ওইদিন থেকে যারা দেশে ফিরেছেন এবং যাদের করোনা নেগেটিভ সনদ আছে তাদের নিজ খরচে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। আর যারা করোনা পজেটিভ তাদের হাসপাতালে ভর্তি রাখা হচ্ছে।
এভাবে গত ২৬ এপ্রিল থেকে শুক্রবার (১৩ মে) পর্যন্ত দেশে ফিরেছেন ২ হাজার ৮০২জন। যশোর সহ পার্শ্ববর্তী পাঁচ জেলায় প্রাতিষ্ঠনিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে চলে গেছেন এক হাজার ১৭০ জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন এক হাজার ৬৩২ জন।
গত শুক্রবার পর্যন্ত ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে কোনোরকম পরীক্ষা ছাড়াই ফিরে যেতে পারলেও এখন আর সেটা সম্ভব হবে না। কারণ সরকারি নির্দেশনা মতে কোয়ারেন্টাইনে থাকাদের ১৫তম দিনে নমুনা নেয়া হবে এবং রিপোর্ট আসার পর তাদের ছাড়া হবে।
যশোর ওরিয়ন হোটেলের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার মেহেদি হাসান জানান, তাদের হোটেলে ১৩জন কোয়ারেন্টাইনে আছেন। তাদের মধ্যে ৫ জন নারী ও ৮ জন পুরুষ। গতকল শনিবার দুপুরের পর প্রশাসনের পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে যায়। সেটি হোটেলের লবিতে টাঙিয়ে দেয়া হয়েছে। নোটিশটি কোয়ারেন্টাইনে থাকা নারী ও পুরুষরা দেখেছেন। এরপর থেকে তারা ক্ষোভে ফুঁসছেন।
কোয়ারেন্টাইনে থাকা কয়েকজন বলেন, নেগেটিভ সনদ থাকা স্বত্তেও তাদের সাথে হয়রানিমূলক আচরণ করা হচ্ছে। এটা কাম্য নয়। ভারত থেকে ফেরত আসার পর হাত শূন্য। এ অবস্থায় নিজ খরচে বন্দি অবস্থায় থেকে মানসিক অবসাদে ভুগছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ঈদের ছুটি ঘোষণার পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন নির্দেশনা আসে। নির্দেশনা মোতাবেক কোয়ারেন্টাইন শেষে সকলের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে কোয়ারেন্টাইনের ১৫তম দিনে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হবে। ফলাফল আসার পর নেগেটিভ হলে ছেড়ে দেয়া হবে।
তিনি আরও বলেন, পিসিআর টেস্ট রিপোর্ট যাতে দ্রুত পাওয়া যায় সেজন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলা হয়েছে। সকলকে এ নির্দেশনা মানতে অনুরোধ জানানো হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply