আইয়ুব আলী, বিশেষ প্রতিনিধিঃ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন (বিচ্ছু জালাল) যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি জামাত ইসলামের আমীর মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ এর মামলার অন্যতম সাক্ষী ছিলেন। মামলা চলাকালীন সময়ে এমদাদ হোসেন মতিন বিচ্ছু জালালকে বলেন, আপনার শরীরতো সোনায ভরা। আসেন আমরা ব্যবসা করি৷ তখন বিচ্ছু জালাল বলেন কিসের ব্যবসা তখন মতিন বলেন আপনি স্বাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকে৷ আপনাকে ১৮ কোটি টাকা দেওয়া হবে৷ আপনি সাক্ষ্য দিলেও ফাঁসি হবে না দিলেও হবে। এই কথা শুনে বিচ্ছু জালাল মতিনের হাত ধরে হেলাল মোর্শেদের কাছে নিয়ে যান এবং বলেন মতিন আমাকে ১৮ কোটি টাকার অফার দিয়েছে সাক্ষী না দিতে আপনি এ ব্যপারে কিছু জানেন। বিচ্ছু জালাল আরও বলেন ১৯৭১ সালে যুদ্ধ শেষ করে ঘরের ছেলে যখন ঘরে ফিরে আসি এবং বঙ্গবন্ধুর সাথে দেখা করি তখন বলি আমাদের একটা মুক্তিযোদ্ধা বিষযক সংগঠন করতে হবে। তখন থেকেই আমাদের ১০০ টাকা বেতন থেকে ১০ টাকা করে চাঁদা দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ গঠন করি। সেই সংসদকে মতিন, আলী আহমদ এবং অন্যান্য যারা ক্রীড়া চক্রের নামে ক্যাসিনো চালনা সহ বীরমুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আমাদের কলংকিত করছে তাদের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে গ্রেফতারের দাবিতে সাংবাদিক ভাইদের সহযোগিতা নিয়ে শাস্তির দাবি জানাচ্ছি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply