অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করেছে দুদক। মামলার আসামি মিসেস রুমা আক্তার, স্বামী- মোঃ আবদুল হাই , নির্বাহী প্রকৌশলী , এলজিইডি, ঢাকা। অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ : নিজ নামে অর্জিত ২ কোটি ৯৪ লক্ষ ৫৬ হাজার ৭৬৪ টাকার সম্পদের মধ্যে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে ০১ কোটি ১১ লক্ষ ৫৪ হাজার ৯৭৮ টাকার সম্পদ গোপন করে মিথ্যা তথ্যাদি প্রদানসহ ১,৮১,১১,১৯১/- (এক কোটি একাশি লক্ষ এগার হাজার একশত একানব্বই টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখা।
এখানে উল্লেখ্য সম্প্রতি তাঁর স্বামী মোঃ আবদুল হাই, সাবেক নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, বরিশাল অঞ্চল, বর্তমানে নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, এলজিইডি, সদর দপ্তর, ঢাকার বিরুদ্ধে অর্জিত ২,৯১,৩৯,১০২/- টাকার সম্পদের মধ্যে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে ১,৮০,৮৮,৬৭৫/- (এক কোটি আশি লক্ষ আটাশি হাজার ছয়শত পঁচাত্তর) টাকার সম্পদ গোপন করা এবং মিথ্যা তথ্যাদি প্রদানসহ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত ১,৮৩,৫৫,৫৬৬/- (এক কোটি তিরাশি লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত ছিষট্টি) টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অপর একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দুদক তথ্য
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply