ইব্রাহিম বাঘাইছড়ি প্রতিনিধিঃ – সোমবার (২৪ মে) সকাল ১০ ঘটিকায় রাঙ্গামাটি আসনে সাংসদ ও খাদ্য মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি,ও তার সফর সঙ্গীদের নিয়ে বাঘাইছড়িতে এসে পৌছায়, অথিতিদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়।
বাঘাইছড়ি সফর কালে প্রধানমন্ত্রীর উপহার দুস্থ অসহায় হতদরিদ্র ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও ১৩ লক্ষ টাকার প্রকল্পে গরীবদের মাঝে ৬৫ পিচ সেলাই মেশিন, ১০ লক্ষ টাকার কৃষি প্রকল্পে কৃষকদের মাঝে ১০ টি পানির পাম্প ও ৩ টি পাওয়ায় টিলার এবং ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কাচালং দাখিল মাদ্রাসা একাডেমি ভবন, ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শ্রী শ্রী রক্ষাকালী মন্দির,৬০ লক্ষ টাকায় নির্মিত বাঘাইছড়ি মুখ ধম্মাংকুর বৌদ্ধ বিহার এবং ১কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঘাইছড়ি সমাজ কল্যাণ পাঠাগার সহ মোট ৩কোটি ৪৮ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন, ২৯৯ নং রাঙ্গামাটি আসনে সংরক্ষিত মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামীলীগ সহসভাপতি ও সদস্য আঞ্চলিক পরিষদ হাজী কামাল উদ্দিন,রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেত চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা।রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ঝর্ণা খিসা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা,
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আলী হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুর শুক্কুর মিঞা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, পৌর আওয়ামী লীগ সভাপতি জমির হোসেন, প্রমুখ
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply