নিজস্বঃ প্রতিনিধিঃ আনোয়ার হোসেন ।
যশোরে এলপি গ্যাসের কমেনি সারাদেশে রান্নায় ব্যবহৃত এলপি গ্যাসের দাম কমলেও, কমেনি যশোরের বাজারে। ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারে ক্রেতারা কাছ থেকে ৬০ থেকে একশ’৫০ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা। এমন অভিযোগ অনেক ক্রেতার। দাম বেশি নেয়ায় ক্রেতাদের মধ্যে অভিগোগ বিরাজ করছে।
যশোরের ৮ টা উপজেলায় একই দামে ব্যাবসায়ী সিন্টিগেট বিক্রয় করছে ।
জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ৩১ মে সংবাদ সম্মেলন করে জানায়, বিশ্ববিজারে দাম কমায় দেশে বেসরকারি খাতে ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ মূল্য মূসকসহ ৮শ’৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। পহেলা জুন থেকে সারাদেশে সর্বোচ্চ ৮শ’৪২ টাকা দামে বিক্রি করার জন্যে বিক্রেতাদের নির্দেশ দেয় সংস্থাটি। নতুন দাম কার্যকর করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয় বিইআরসি। নির্দেশে বলা হয়, কোনো ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি করতে পারবেন না। অথচ যশোরের ব্যবসায়ীরা এসব সিলিন্ডারের দাম রাখছে নয়শ’ ৫০ থেকে নয়শ’৮০ টাকা। যা নির্ধারিত দামের তুলনায় বেশি ১শ’ ৩৮ টাকা বেশি।
গতকালমঙ্গলবার সরেজমিনে বাজারেগিয় দেখা গেছে যশোররের নিউমার্কেট, পালবাড়ি, জেলরোড, ঘোপ, দড়াটানা বকুলতলাসহ কিছু দোকানে খোঁজ নিয়ে জানা যায়, একেক কোম্পানির এলপি গ্যাসের দাম একেক রকম। গ্রিন এলপি গ্যাস নয়শ’ টাকায় বিক্রি করা হচ্ছে। বেক্সিমকো, বসুন্ধরা, ওমেরা, যমুনা ও পেট্রোম্যাক্সের ১২ কেজি সিলিন্ডার নয়শ’৫০ থেকে নয়শ’৮০ টাকা এবং বিএম ও ওরিয়ন নয়শ’৩০ টাকা দরে বিক্রি চলছে। তবে দুই এক জন দোকানি যেকোনো কোম্পানির সিলিন্ডার নয়শ’ টাকায় বিক্রি করছেন। বকুলতলার এলপি গ্যাসের দোকান কাদের এন্টারপ্রাইজে গেলে সেখানকার লোকজন বলেন, নয়শ’৫০ টাকার নীচে এলপি গ্যাসের কোনো সিলিন্ডার নেই। দাম কমেছে কিনা জিজ্ঞাসা করলে বিক্রেতারা বলছেন, গত মাসে যে দাম ছিল সে দামেই বিক্রি করা হচ্ছে। গ্যাসের দাম কমেছে এমন খবর তারা জানেন না।
শিমু এন্টারপ্রাইজের একব্যক্তি বলেন, নিয়ন্ত্রক সংস্থা দাম কমালেও কম মূল্যের সেই গ্যাস তারা এখনো আনতে পারেননি। যখন কম মূল্যে কিনতে পারবেন, তখন কম মূল্যে বিক্রি করবেন বলে জানান তিনি। এলপি গ্যাসের দাম বেশি নেয়ায় যশোরের ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মোঃ সাহাবুদ্দিন নামে সদর জেলার এক ক্রেতা বলেন, পত্রিকায় ১২ কেজির সিলিন্ডার পহেলা জুন থেকে আটশ’ ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে বলে দেখেছেন তিনি। কিন্তু যশোরের বাজারে কোথাও ভালো কোম্পানির গ্যাস নয়শ’৫০ টাকার নীচে বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গ্যাস পেতে তহার জন্য যশোর জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ক্রেতা গন ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply