ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকের চাপায় এক জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৩ টার দিকে উপজেলার হাজির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শফিকুল ইসলাম (৩৬)। বাবার নাম মাজম আলী। বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার লঙ্গারচরে।
ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মশিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৩ টার দিকে উপজেলার হাজির বাজার এলাকায় পৌছাঁলে বাসের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সড়কের পাশে বাসটি দাঁড় করিয়ে ত্রুটি সারছিলেন চালক ও তার সহকারীরা। ওই সময়ে বাসের যাত্রীরা সড়কের পাশে পায়চারি করেন। হঠাৎ একটি ট্রাক এসে রাস্তার পাশে দাঁরিয়ে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। সেখানেই ট্রাকের চাপায় বাস যাত্রী শফিকুলের মৃত্যু হয়। আর ট্রাকের সামনের অংশ ধমুড়ে মুছড়ে গিয়ে চালক ও দুই সহকারীসহ মোট তিনজন গুরতর আহত হয়েছেন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply