নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। যশোর থেকে
যশোর সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৬ হাজার লিটারের হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেন সিলিন্ডার স্থাপনের কাজ দ্রত্য শুরু হয়েছে। যদি সঠিক সময়ে স্থাপনের কাজ শেষ হলে; তবে আগামী মঙ্গলবারের মধ্যে হাসপাতালের সকল ওয়ার্ডে অক্সিজেন ও লেবুলাইজার সরবরাহ করা সম্ভব হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ।
আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ জানান, গত ২০২০ সালে যশোর করোনা রোগী বৃদ্ধির কারণে হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেন সমস্যা দেখা দেয়। পরে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানালে হাসপাতালের জন্য অক্সিজেন ও আইসিইউ চালুর ব্যবস্থা করেন। পরে কয়েকবার বিভিন্ন কাগজপত্র চালাচালির করে ওয়ার্ডে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেন পাইপ লাইনের কাজ শুরু হয়। এ কাজ শেষ হয় গত ডিসেম্বর মাসে। পরে অক্সিজেন সিলিন্ডার স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করে সিলিন্ডার স্থাপনের উপযোগী করা হয়। পরে বিষয়টি স্বাস্থ্য বিভাগে স্থাপনের জায়গা প্রস্তুত এই মর্মে ক্লিয়ারেশ দিলে গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছয় হাজার লিটারের একটি অক্সিজেন সিলিন্ডার যশোর সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসে। পরে গত শুক্রবার ওই অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে স্থাপনের কাজ শুরু হয়। আগামী ২/১ দিনের মধ্যে কাজ শেষ হলে মঙ্গলবারের মধ্যে হাসপাতালময় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেন চালু হবে বলে জানান।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখক্তারুজ্জামান জানান, হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেন চালু হলে রোগীদের দ্রুত সময়ের মধ্যে অক্সিজেন সরবরাহ করা যাবে। সকল বেডের পাশে এই অক্সিজেরনের প্লাক থাকবে। যে রোগীর যখন প্রয়োজন হবে তাকে সে সময় অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। তিনি আরও জানান, এই অক্সিজেন সিলিন্ডার স্থাপনের ফলে মাঝারি সিলিন্ডারের প্রয়োজন হবে না। তারপরও কিছু ছোট সিলিন্ডার রাখা হবে হাসপাতালে জন্য।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply