মাহমুদুল হাসান,যশোর :: বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে মাধ্যমিক পড়–য়া এক স্কুল ছাত্রী অপহরনের দ্বায়ে ইমন হোসেন প্রান্ত (২২) নামের এক যুবক আটক হয়েছে। সে বেনাপোল পোর্টথানাধীন নামাজগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা নাছিমা বেগম এর ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সদস্যরা তাহাকে আটক করেন।
বেনাপোল পোর্টথানা সুত্রে জানা যায়,শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামের মোঃ জাবের আলীর ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ে দশমশ্রেনীতে অধ্যায়নরত কন্যাকে আটককৃত ইমন ও তার সহযোগীরা গত ৬ই জুন সন্ধ্যায় বাহাদুরপুর গ্রাম হতে একটি সিলভার ও হলুদ রং এর প্রাইভেট কার যোগে জোরপূর্বক তুলে নিয়ে যায় এই মর্মে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্টথানা পুলিশ ভিকটিম উদ্ধারে অভিযানে নামেন। ৮জুন সন্ধ্যায় পুলিশের সফল অভিযানে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ মূল অপহরন কারী প্রান্ত আটক হয়।
আটকৃতের বিরুদ্ধে ৭২ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। বেনাপোল পোর্টথানার চলমান মামলা নং- ৯/২২৩ ও তাং-৮/৬/২০২১ই। বেনাপোল পোর্টথানার এস আই ও মামলার তদন্তকর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান স্কুল ছাত্রী উদ্ধার ও আটকের সত্যতা নিশ্চিত করে জানান ,আসামী প্রান্ত ও উদ্ধার হওয়া স্কুল ছাত্রীকে বিজ্ঞআদালতে হাজির পূর্বক ভিকটিমের ২২ধারায় জবানবন্দী রেকর্ড হয়েছে। বিচারকের আদেশ মোতাবেক উদ্ধার হওয়া স্কুল ছাত্রীকে সেফকাস্টরী ও আসামী কে জেলহাজতে প্রেরন করা হয়েছে। অপহরন কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও অন্যান্য সহযোগী আটকের চেষ্ঠা চলছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply