মো: মনিরুজ্জামান চৌধুরী নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় টিসিবি’র পন্য কালোবাজারে বিক্রির ঘটনায় ২ জন কে আটক করেছে পুলিশ।জানা যায়, গত ১০ জুন রাতে উপজেলার পহরডাঙ্গা থেকে কালোবাজারে বিক্রি হওয়া টিসিবি’র ৬০ লিটার তেল, ৩০ কেজি চিনি, ৩০ কেজি ডাল উদ্ধার করা হয়েছে।
এ সময় টিসিবি’র পণ্য কালোবাজারে বিক্রির দায়ে ডিলারের ২ সহযোগী মহিদুল ইসলাম ও তাহাবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের কালিয়া সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম এর ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তদন্তে ঐ চুরির সাথে পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ও টিসিবি’র ডিলার মো: গোলাম কবির (তপন)এর নাম উঠে আসে।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্ত পূর্বক ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply