টাঙ্গাইল প্রতিনিধিঃ
করোনা সংক্রমণ অধিক হারে বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইলের কালিহাতী, মির্জাপুর ও টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। আগামীকাল মঙ্গলবার (১৫ জুন) থেকে এ উপজেলা তিনটিতে ঝটিকা অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বিশেষ করে হাটবাজার, মার্কেট ও রাস্তাঘাটে জনসাধারণকে স্বাস্থ্য বিধি মানাতে কঠোর হবেন তারা। তারপরও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসলে শনিবারের পর থেকে লকডাউনের মতো সিদ্ধান্তও আসতে পারে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গেলো ২৪ ঘণ্টায় কালিহাতী উপজেলায় ৩৬টি নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তের শতকরা হার ৫৮.৩৩ ভাগ, টাঙ্গাইল সদর উপজেলায় ১৪৩টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের দেহের করোনাভাইরাস শনাক্ত হয়। এ উপজেলার আক্রান্তের হার ২৭.২৭ ভাগ। এছাড়াও মির্জাপুর উপজেলাও সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে আগামীকাল মঙ্গলবার (১৫ জুন) থেকে কালিহাতী, মির্জাপুর ও টাঙ্গাইল সদর উপজেলায় ঝটিকা অভিযান চালানো হবে। এরপরও যদি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসে তাহলে আগামী শনিবার করোনা নিয়ন্ত্রণ কমিটির মিটিং করে এ তিনটি উপজেলা লকডাউন করে দেয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply