আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় কঠোর বিধিনিষেধের আওতায় লকডাউনের প্রথম দিনে স্থানীয় প্রশাসনের তৎপরতায় এবং কঠোরতায় জনসাধারণ স্বাস্থ্যবিধি মানতে বাধ্য হচ্ছে। যারা আজকের লকডাউনের আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে করা হচ্ছে মামলা আদায় করা হচ্ছে জরিমানা।
বৃহস্পতিবার (১ জুলাই) করোনা ভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমন নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর বিধিনিষেধের আওতায় লকডাউনের প্রথম দিনে ভোর ৬টা থেকে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমির ৩ টি টিমের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রশাসনের কঠোর তৎপরতা চলতে থাকে।
সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকায় টহল বৃদ্ধি করে। ভোরে দূরপাল্লার যানবাহন ছাড়া ট্রাক, অটো রিকসা, পিকআপ চলাচল করতে দেখা গেছে। মার্কেটের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে। আইন অমান্যকারীদের কে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন ২২ জন কে মামলা দিয়ে জরিমানা বাবদ ৩৩০০০ টাকা আদায় করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মাইন উদ্দিন ৪৮ টি মামলা দিয়ে জরিমানা বাবদ ৩৪৬০০ টাকা আদায় করেন। ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন, সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনের লোকজন মাঠে রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply