ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি :
লকডাউন কার্যকরে ভালুকা উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করছে। তৃতীয় দিন আজ শনিবার সকাল থেকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন নির্বাহী অফিসার সালমা খাতুন ও এসিল্যান্ড মোঃ মাইন উদ্দিন।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল চালানো, বিনা কারনে বাজারে ঘুরাফেরা ও মাস্ক পরিধান না করায় সংক্রামক নিয়ন্ত্রন ও নির্মুল আইন/২০১৮ মূলে ৫৩ জন পথচারিকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ইউএনও সালমা খাতুন ১৫জনকে ১৪ হাজার টাকা ও এসিল্যান্ড মোঃ মাইন উদ্দিন ৩৮জনকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন।
এসিল্যান্ড বলেন, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বাত্মক কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে সকলের সচেতনতা জরুরী। জরুরী প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে বের হতে হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply