মাহমুদুল হাসান, যশোর প্রতিনিধি।
যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে মৌসুমি ফল আম উপহার হিসাবে পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত হাড়ি ভাঙ্গা ২৬০০ কেজি আম ২৬০টি কার্টুন যোগে ভারত সরকারকে উপহার হিসাবে পাঠানো হয়েছে। রবিবার ( ৪জুলাই ) বেলা ১২.৩০ মিনিটে আমের চালনটি বেনাপোল পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে বাংলাদেশী কাভার্ডভ্যান থেকে ভারতীয় (ডাব্লিউ ২৫ বি-৬৯৩৬ নং) গাড়িতে আনলোড করা হয়েছে।
এর আগে বাংলাদেশি কাভার্ডভ্যন ( ঢাকা মেট্রো ডি-১২-৩৩২৩ )যোগে বাংলাদেশের বিখ্যাত রংপুরের হাড়িভাংগা আমের চালানটি ঢাকার রফতানি কারক প্রতিষ্ঠান এগ্রোভিশন প্রাইভেট লিঃ এর মাধ্যেমে বেনাপোল নোম্যন্সল্যান্ড এলাকায় এসে পৌঁছায়।এরপর ভারতের কোলকতায় নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার এর প্রথম সচিব ( রাজনৈতিক) মুহাম্মাদ সামিউল কাদের আমের চালানটি গ্রহন করেন।এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা,বেনাপোল কাস্টমস ডেপুটি কমিশনার অনুপ চাকমা, বেনাপোল স্থল বন্দর এর উপপরিচালক মামুন কবির তরফদার, যশোর নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল পৌর মেয়র ,বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান, বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মোঃ আশরাফ আলী প্রমুখ।
অপরদিকে ভারতে নিযুক্ত প্রথম সচিব এর সাথে প্রটোকল অফিসার হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুল আলম ও এসকে ইমদাদ হোসেন, কাস্টম সহকারি কমিশনার অনিত জয়েন্ট, কাস্টমস সুপার পবির ঘটক ও পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার ও দুই দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ নিরাপত্তা কর্মীরা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply