এম. সোহাইল চৌধুরী, কক্সবাজার জেলা।
এক চিকিৎসককে জরিমানা করে ওএসডি হওয়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন ফাতেমা-তুজ-জোহরা।
সোমবার (৫ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফাতেমা-তুজ-জোহরাকে সাতকানিয়ার ইউএনও হিসেবে পদায়ন করা হয়।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় চেম্বারে রোগী দেখতে যাওয়ার সময় ডা. ফরহাদ কবির নামের এক চিকিৎসককে এক হাজার টাকা জরিমানা করার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামকে প্রত্যাহার করা হয়।
গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে. এম. আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়। প্রত্যাহারকৃত ইউএনও মো. নজরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিতে বলা হয়েছে।
এদিকে, সাতকানিয়ার নতুন ইউএনও ফাতেমা-তুজ-জোহরা এর আগে হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply