নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জ থানার নাসিক ১০নং ওয়ার্ডের আরামবাগ কওমিয়া মাদ্রাসায় স্বাস্থ্যবিধি ভঙ্গ করে আগামী ৯জুলাই শুক্রবার মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী ও মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ হয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানাযায় উক্ত মাদ্রাসার মোহতামিম মুফতী আশরাফ আলী একজন কট্ররপন্থী মুসলিম, সে সরকারের কোন বিধিনিষেধ মানে না, করোনাকালে সে মাদ্রাসা খোলা বেখেছে। তার ইচ্ছা মত করোনাকালে কঠোর লকডাউন ভঙ্গ করে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করায় এলাকাবাসী এবং সচেতন মহল এর বিরোধীতা করছে।
ইসলামীক ফাউন্ডেশনের প্রঞ্জাপনে দেশের প্রতিটি মসজিদে ১০জনের অধিক মুসল্লিদের নিয়ে নামাজের জামাত আয়োজনের আদেশ থাকলেও তা ভঙ্গ করেন তিনি ! জুমা দিনে মুসুল্লি জড়ো করে মাইকে বয়ান করেন মুফতী আশরাফ আলী। করোনা হট স্পট খ্যাত নারায়নগঞ্জে এ ধরনের জমায়েত ও অনুষ্ঠান বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন স্থানীয় সচেতন বাসিন্দারা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply