বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে সড়ক ও জনপদ বিভাগের জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা শতাধিক দোকানপাট মালিক’কে দখলমুক্ত করার মৌখিক ভাবে নির্দেশ দিয়েছে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ।
বুধবার (৭জুলাই) সকাল ১১ ঘটিকায় খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী সবুজ চাকমা শতাধিক অবৈধ স্থাপনা পরিদর্শন করে দোকান মালিকদের বলেন আগামী এক সাপ্তাহের মধ্যে দখলমুক্ত করার জন্য । তিনি আরও বলেন যদি আগামী এক সাপ্তাহের মধ্যে জমি খালি না হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহায়তায় সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে উচ্ছেদ প্রকৃয়া চালানো হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন ইতিমধ্যে উপজেলার চৌমুহনীতে অবৈধ ভাবে গড়ে উঠা ২০টির মত দোকান উচ্ছেদ করা হয়েছে, খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের জমিতে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদকরণে সওজ কে সর্বাত্মক সহায়তা করবে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত এপ্রিল মাসে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ থেকে আমরা একটি অনুলিপি পেয়েছি। এখানে স্থানীয় জনগণ দোকানপাট নির্মাণ করছেন। আমরা তাদেরকে বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করেছি। এখন যেহেতু খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ উচ্ছেদ অভিযান চালাবে সেক্ষেত্রে বাঘাইছড়ি থানা পুলিশ সওজ এর পাশে থাকবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply