মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারনে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে কঠোর বিধিনিষেধে চলছে লকডাউন।লকডাউনের প্রথম সাত দিনে পটুয়াখালী জেলায় মোট মামলা করা হয়েছে ১০৫২ জনকে।১০৫২ টি মামলায় মোট ৬ লক্ষ ৬৫ হাজার ৮শ’৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত বৃহস্পতিবার (০১জুলাই) ভোর ০৬টা থেকে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মানস চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে। সংক্রান্ত রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নিমূল)আইন ২০১৮ ‘দণ্ডবিধির ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় পটুয়াখালী জেলা প্রশাসন আটটি উপজেলায় সাত দিনে মোট ১২৩টি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।১০৫২ জনকে মামলা দিয়ে ৬ লক্ষ ৬৫ হাজার ৮শ’৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।এছাড়া সাধারণ মানুষের মাঝে ৬০৩৫ টি মাস্ক বিতরণ করা হয়েছে।
এদিকে গত (১জুলাই) বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুরু হওয়া কঠোর লকডাউন নিশ্চিত করা হয়েছে।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা কাজ করছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply