মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি।
বিশ্বজুড়ে করোনার করাল গ্রাস। দেশব্যাপী কঠোর বিধিনিষেধ।প্রায় দেড়বছর ধরে অচল শিক্ষা ব্যবস্থা। তবু প্রিয় ক্যাম্পাসটির জন্মদিনে যেন ঘরে বসে থাকা দায়! স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে পালিত হয়েছে
দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ ৮ ই জুলাই সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সংক্ষিপ্ত কর্মসূচির শুভ সূচনা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহম্মদ আলী। অতঃপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য ও বঙ্গবন্ধু’র মুর্যালে পুষ্প স্তবক অর্পণ করেন প্রতিষ্ঠানটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব জনাব সুজন কান্তি মালী’র সঞ্চালনায় এক সংক্ষিপ্ত ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।তিনি তার বক্তব্যের শুরুতে বলেন, দক্ষিনাঞ্চলের জনগনের দোড়গোড়ায় শিক্ষা প্রসারের লক্ষ্যে ২০০০ সালের ৮ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
বিশ্ববিদ্যালয়টি কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করা এবং বিশ্বমানের গ্রাজুয়েট তৈরীর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সহযোগিতা কামনার মধ্যে দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply