টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাটের পাশে লৌহজং নদীর তীর দখল করা নির্মাণাধীন ভবন নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দিলেন টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম।
মোঃ খায়রুল ইসলাম জানান, নদী আইন অনুসারে নদীর তীর থেকে ৩০ ফুট পর্যন্ত জায়গা নদীর সীমানা ধরা হয়ে থাকে। করটিয়া এলাকায় এইচ এম ইনিস্টিউট এর প্রিন্সিপাল আবুল কালাম আজাদ নদীর তীর দখল করে ভবন নির্মাণ করতেছিল। নদীর তীর থেকে নির্মাণসামগ্রী সরানোর আগ পর্যন্ত ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এসময় টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply