এম সোহাইল চৌধুরী কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম কক্সবাজার সদর সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক জনাব মো: আব্দুল হালিম অফিসার ইনচার্জ ঈদগাঁও থানার নেতৃত্বে এসআই শামীম আল মামুন, এসআই মো: জুয়েল সরকার, এসআই মো: মিরাজ হোসেন, এসআই কামাল হেসেন, এএসআই আব্দুল্লাহ, এএসআই আলআমিন, এএসআই রশিদ, এএসআই রহিম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ধর্ষন মামলা নং-৮/৪৪, তাং-২২/০৬/২১ এর আসামী ১। তৈয়ব তাহের, পিং-মৃত নুরুল ইসলাম, সাং-পাঁহাশিয়াখালী, ২নং ওয়ার্ড, জিআর-২০৪/২০ এর ওয়ারেন্টভুক্ত আসামী ২। দিদারুল ইসলাম, পিং-মৃত ফেরদৌস, সাং- দক্ষিন লরাবাগ, ৩নং ওয়ার্ড, জালালাবাদ, জিআর- ১১৪/০৮ এর ওয়ারেন্টভুক্ত আসামী ৩। খুলু মিয়া, পিং- মৃত আবদুর রহমান, সাং- পশ্চিম গোমাতলী, পোকখালী, নন জিআর- ১৯/১৫ এর ওয়ারেন্টভুক্ত আসামী ৪। খতিজা বেগম, স্বামী- মো: নুরুল হুদা, সাং- সাতজুলাকাটা, ইসলামাবাদ, ও ৫। মোহাম্মদ শাহীন, পিং- মো: নুরুল হুদা, সাং- সাতজুলাকাটা, ইসলামাবাদ, সিআর- ৬৩৫/১৯ এর ওয়ারেন্টভুক্ত আসামী ৬। নাছির উদ্দিন, পিং-মোহাম্মদ কালু, সাং- পূর্ব লরাবাগ, জালালাবাদ, সর্ব থানা – ঈদগাঁও, জেলা- কক্সবাজার দেরকে ধৃত করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হইল।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply