মাহমুদুল হাসান, যশোর প্রতিনিধি।
বৈশ্বিক মহামারিতে যশোরের অসহায় দিনমজুর,রিক্সাচালক ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন যশোর জেলা পুলিশ।
মঙ্গলবার(১৩জুলাই) সকালে জেলা সদরের দড়টানা মোড়ে অবস্থিত পুলিশ চেকপোস্টের সামনে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। যশোরের সুযোগ্য পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সার্বিক তত্তাবাধনে এই উপহার সামগ্রী দুস্থ াসহায়ের মাঝে বিতরণ করা হয়েছে বলে জেলা পুলিশ সুত্র নিশ্চিত করেন। ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল যশোর মোহাম্মদ বেলাল হোসাইন।
জেলা পুলিশের পক্ষ হতে ঈদ উপহার বিতরণ উপলক্ষ্যে সাংবাদিকদের জানান,করোনার প্রথম ধাপ হতেই যশোর জেরা পুলিশ সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার অসহায় মানুষের মাঝে ধারাবাহিক ভাবে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করে আসছেন।এরই অংশ হিসাবে ঈদুল আযহাকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সুযোগ্য পুলিশ সুপারের নেতৃত্বে দিনমজুর,রিক্সাওয়ালা ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।একি সাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন যশোর জেলা পুলিশ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply