এম সোহাইল চৌধুরী কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও বাসষ্টেশন দিয়ে চোরাই গরু পাচারকালে গাড়িসহ তিনজনকে আটক ও গরু উদ্ধার করা হয়েছে। ১৫ জুলাই গভীর রাতে ঈদগাঁও থানা পুলিশ সিগনাল দিয়ে গাড়িটিকে থামায়। পরে জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টরা পুলিশের কাছে স্বীকার করে যে, রামু থানাধীন চাকমারকুল ইউনিয়ন এর শ্রীমুরা গ্রাম হইতে কোরবানির একটি গরু চুরি করে তারা খুটাখালীর দিকে নিয়ে যাচ্ছিল। ঈদগাঁও থানা এলাকায় চোরাই গরু ভর্তি পিকআপটি পৌঁছালে পুলিশ তাদের তিনজনকে আটক করে। আটককৃত আসামি ৩ জনসহ পলাতক আসামি অপর ৩ সহ মোট ৬ জনের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং – ৬, তাং-১৬/৭/২১, ধারা-৩৮০/৪১১/৩৪ পেনাল কোড। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো আব্দুল হালিম জানান, খবর পেয়ে গরুটির প্রকৃত মালিক থানায় এসে যোগাযোগ করেন
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply