টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে শরিফ মিয়া (৩০) নামের এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মোন্তাজ মিয়া নামে এক মাদকাসক্ত যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এলাসিন ইউনিয়নের মুশুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরিফ মিয়া ওই গ্রামের মো.সোনা মিয়ার ছেলে।
জানা গেছে, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মুশুড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের নেশাগ্রন্থ ছেলে মো. মোন্তাজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হাতে দা নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। রাত সাড়ে ১১টার দিকে মুশুড়িয়া দক্ষিণপাড়া খেলার মাঠে নির্মাণ শ্রমিক শরিফকে একা পেয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে মো.মোন্তাজ মিয়া। শরিফের গলার বেশিরভাগ অংশই কেটে যায়। এ অবস্থায় দৌঁড় দিয়ে সে মাঠের পাশে সোমেজ সিকদারের বাড়ির উঠানে গিয়ে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
সোমেজ সিকদার জানান, রাতে শব্দ পেয়ে ঘুম থেকে জেগে বাইরে এসে দেখেন পাশের বাড়ির মোন্তাজ হাতের দা ঘুরাচ্ছেন। বাড়িতে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে আছে শরিফ। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে জড়ো হন। মোন্তাজ বাড়ি গিয়ে দা হাতে ঘরের ভেতর অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত মানসিক ভারসাম্যহীন যুবক মুন্তাজকে গ্রেপ্তার করা হয়। থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনি মুন্তাজকে আটক করতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply