এম সোহাইল চৌধুরী, নিজস্ব প্রতিবেদকঃ
লবণবোঝাই একটি ট্রাক থেকে লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গুলশান বিভাগের গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান জানান।
গণমাধ্যমকে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে খিলক্ষেত কুরাতলী এলাকায় অভিযান চালিয়ে লবণভর্তি একটি বড় ট্রাক জব্দ করা হয়।
আন্তঃজেলায় চলাচলকারী বিশালাকৃতির এই ট্রাকটিতে প্রাথমিকভাবে সাড়ে ১৩ টন লবণ পাওয়া গেলেও ব্যাপক খোঁজাখুঁজির পর ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে ও সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থা থেকে একে একে প্রায় ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
এসময় বাচ্চু মিয়া ও শ্যালক ট্রাকটির চালক মো. সুলতান মাহমুদকে গ্রেপ্তার করা হয় বলে ডিসি মশিউর জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাদক বিশেষ কায়দায় টেকনাফের বিভিন্ন পয়েন্ট থেকে পরিবহন করত শ্যালক- দুলাভাই। বগুড়া শেরপুরের বিভিন্ন মিল থেকে ১৪/১৫ টন চাল কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বহন করে নিয়ে যেত।
ফেরার পথে ইয়াবার বিভিন্ন পাইকারদের কাছ থেকে ঢাকা, গাজীপুর, রাজশাহী, রংপুর এবং বগুড়া অঞ্চলে ইয়াবার চালান নিয়ে যাওয়ার জন্য ইয়াবা চোরাকারবারিরা তাদের ভাড়া করত। চালান সফলভাবে পৌঁছাতে পারলে সাত লাখ টাকা পেত।
তিনি বলেন, এবার নাপিতখালি, টেকনাফ থেকে লবণ নিয়ে আসার সময় এ বিপুল পরিমাণ ইয়াবাও কৌশলে বহন করে নিয়ে আসে।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply