মোঃ আইয়ুব আলী, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ রেলওয়ের প্রায় ৭০ বছরের পুরাতন স্টাফ-কোয়ার্টার ভেজ্ঞে গুড়িয়ে দিয়ে ১৬ একর জায়গা দখলের অভিযোগ উঠেছে ন্যাসিকের বিরুদ্ধে। কোন প্রকার নোটিশ ছাড়াই ৩২ টি বাসা ভেজ্ঞে গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রায় সাড়ে ৪ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করে। নারায়নগঞ্জ সদর মডেল থানা ও ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় দুটি অভিযোগ দায়ের করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে নাসিকের সার্ভেয়ার কালাম মোল্লা , আইন কর্মকর্তা জি এম সাত্তার , পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ সহ অজ্ঞাত ৫০/৬০ জনকে। প্রত্যক্ষ দর্শিরা জানান , খবর পেয়ে রেলের বড় কর্তারা সেখানে গিয়ে ভাঙচুরে বাঁধা দিয়েছেন কিন্তু নাসিকের নিয়ে আসা লোকজনের সাথে তারা পেরে ওঠেননি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply